ঝিকরগাছায় সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার হল রুমে নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ভূপালী সরকারের সভাপতিত্বে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক মো: আজহারুল ইসলাম উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে বলেন খুঁজে খুঁজে ভাল কাজ করার চেয়ে প্রতিদিন একটি করে মন্দ কাজ পরিহার করুন। দেখবেন ধীরে ধীরে সকলের মাঝে পরিবর্তন হচ্ছে। এসময় নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন নির্বাহী অফিসার ভুপালী সরকার। সহকারী কমিশনার (ভূমি) কে.এম মামুনুর রশিদ’র সঞ্চালনায় এ মতবিনিময় সভায় স্থানীয় সুধীজনের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রাহিম আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিন, ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নয়ন বাবু, ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।