1. admin@banglarkagoj.com : admin :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

সাবেক রেলমন্ত্রী সুজনের পাঁচ দিনের রিমান্ড মন্জুর

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সাবেক মন্ত্রী নরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রীকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। ঐদিন উচ্চ আদালতে জামিনের শুনানি আছে বলে আসামিপক্ষ আদালতকে জানালে আদালত রিমান্ড স্থগিত করেন। পরে আজ রোববার আদালতে সরকার পক্ষ রফিকুল ইসলাম নামে একজনকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের দেখানোর আবেদন জানান। সেই সাথে এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত বক্তব্য শুনে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর