সাভারে যাত্রীবাহী বাস থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সোয়া একটার সময় সাভার ব্যাংক টাউন এলাকায় পুলিশ সন্দেহ জনক গাড়ি তল্লাশী চালায়। এসময় কালিয়াকৈর চন্দ্রা থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজধানী পরিবহন নামে এক যাত্রীবাহী বাস থেকে বার্মিজ সুইচ গিয়ার চাকু সহ ইমাম হাসান(১৮) নামে এক যুবককে সাভার থানা পুলিশ আটক করে। আটককৃত ছিনতাইকারীর বাবার নাম তরিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি যশোরের অভয়নগর।বর্তমান ঠিকানা সাবার ব্যাংক টাউন এলাকা রোড় নং- ১৩ আজিজের বাড়ির ভারাটিয়া বলে জানিয়েছে।