রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লেগেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে মার্কেটের দুটি দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটের দোকানে রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। প্রায় ঘন্টা দেড়েক আগুন জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।