মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নয়াবাজার থেকে ডেগিরচর পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ গত ১৮ মাসে শেষ করার কথা থাকলেও চার বছরেও তা শেষ হয়নি। রাস্তার কাজ শেষ করতে না পারায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাজের শুরুতে মাটি খুঁড়ে বক্স করে নামেমাত্র বালু ফেলে রাখা হয়েছে। বক্স করার কারণে বৃষ্টির পানি জমে থাকে তাই ওই রাস্তা দিয়ে মানুষ হেঁটেই চলাচল করতে পারছে না। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানা যায়, ২০২০/২১ অর্থ বছরে জিডিবি-৩ প্রকল্পের আওতায় বাহাদুরপুর সড়কের নয়াবাজার থেকে ডেগিরচর পর্যন্ত দুই কিলোমিটার পিচ ঢালাইয়ের জন্য ২০২০ সালে দরপত্র আহ্বান করা হয়। এতে ১ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ২৮১ টাকা দরে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ২০২১ সালের মার্চ মাসে কাজ শুরু করে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কাজ বন্ধ রাখে ঠিকাদার প্রতিষ্ঠান।