বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে মন্ত্রী এমপি ও দলীয় নেতা কর্মীদের নামে ৭৪১ টি মামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এখন বিচারের মুখোমুখি হতে হচ্ছে পদচুত্য মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মামলায় আসামি হয়েছেন সংসদে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সাবেক সংসদ সদস্যরা (এমপি)। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মাসুদ উদ্দীন চৌধুরী ছাড়া এখনো আসামি তালিকার বাইরে আছেন তাদের অনেক এমপি ও নেতাকর্মীরা। ছাত্র জনতার অভ্যথ্থানে সরকারের পদত্যাগ হলে রাজধানী ঢাকাতে মামলা হয়েছে ২২৭টি বাকি ৫১৪টি মামলা হয়েছে দেশের অন্য জেলায়। এসব মামলার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় দুইশটিতে আসামি করা হয়েছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, মামলার বাদী কিংবা পরামর্শদাতাদের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে অনেক মামলায়।