রাজধানী ঢাকার উপশহর সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাভারের খ”নগর এলাকা থেকে একনারী, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ বিরুলিয়া ইউপি যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বাংলার কাগজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শুভ মণ্ডল ও এসআই মো. আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল হামিদ ও মাদক সম্রাজ্ঞী পপি আক্তারকে আটক করেন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, আসামিদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহ করে তারা সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।