বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও অলি গলির রাস্তা। কোথাও হাঁটুপানি,কোথাও আবার কোমরসমান পানি। মানুষের প্রয়োজনে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবী মানুষের যেন ভোগান্তির শেষ নেই।
শুক্রবার (১২ জুলাই)সকাল থেকে মুষলধারার বৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, গুলশান বনানী, মালিবাগ-মগবাজার, বাংলামোটর ও বনশ্রী এলাকায় বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এসময় প্রাইভেটকার ও সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে য়াওয়ার কারণে সড়কে গাড়ির ধীর গতিতে যানজটের সৃষ্টি হয়।সকাল থেকে পানির সঙ্গে যুদ্ধ করেই চলতে হয়েছে রাজধানীবাসীকে। আর এই সুযোগে অনেক জায়গায় বেশি ভাড়া দিতে হচ্ছে মানুষকে।