কোপা আমেরিকা ফাইনালের বিরতিতে পারর্ফম করে মাঠের দর্শক মাতালেন পপ তারকা শাকিরা। ৫ / ৭ মিনিট ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন শাকিরা।
আজ সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখে হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। এবারই প্রথম কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হলো।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।