শহরের নির্দিষ্ট আয়ের মানুষ এখন বেশি অর্থনৈতিক চাপে আছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব এতে সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। তাই গ্রামের মানুষের চেয়ে শহরের নির্দিষ্ট আয়ের মানুষ বেশি চাপ আছে। তাদের সহযোগিতার জন্য টিসিবিসহ অন্যান্য কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন শহরভিত্তিক মানুষকে সহায়তার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।