1. admin@banglarkagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে, আর সদস্যসচিব করা হয়েছে আরিফ সোহেলকে। মঙ্গলবার রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। এছাড়া কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল হান্নান মাসুদম, আর মুখপাত্র হয়েছেন উমামা ফাতেমা।

অলপ সময়ের মধ্যে এই আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এ কমিটির মাধ্যোমে বাংলাদেশের সব কলেজ, মাদ্রাসা, জেলা, উপজেলাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর