জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার আলোচনার এক পর্যায়ে বললেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মীও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে,বঙ্গবন্ধুকে ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছিলো। ৭৫ এ বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? বঙ্গবন্ধুকে হত্যার পর তারা সেই দিন রেডিও স্টেশনে গিয়ে খুনিদের সমর্থন জানিয়েছিল। সুতরাং, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ, এরা সুযোগ পেলে জন নেত্রী শেখ হাসিনাকেও আঘাত করতে পারে।’ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এক আলোচনায় গতকাল মঙ্গলবার সংসদে তিনি এ কথা বলেন।