বাংলাদেশ সেনাবাহিনীকে সারা দেশের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হয়। পরবর্তীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এমন অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজুক হয়ে পড়লে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে পরিস্থিতির স্বাভাবিক করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।