পূজার ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার খুলছে আজ সোমবার । এদিন থেকে যথাসময়ে চলবে সব কার্যক্রম। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এর সঙ্গে যুক্ত হয় শুক্র ও শনিবার।
দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চার দিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা। এসময় ব্যাংকে লেনদেন না থাকায় পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা আছে। খোলা রাখা শাখায় গ্রাহক উপস্থিতি তেমন নেই। অনেকটা অলস সময় পার করেছেন, ব্যাংকাররা।
ব্যবসায়ীরা বলছেন, টানা ৪ দিনের ছুটির কারণে বিরূপ প্রভাব পড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যে। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।