1. admin@banglarkagoj.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

নির্বাচনের ট্রেন যাত্রা করেছে, এখন আর থামবে না,

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাতে জাতীর উদ্দেশ্যে ভাষণে বলেছেন,নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এ ট্রেন আর থেমে থাকবে না। দেশে নির্বাচনী ট্রেন যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে।’
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে কী কী সংস্কার আপনারা করে নিতে চান। তাছাড়া নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কারও হতে পারে। এমন কি সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও হতে পারে।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে। আমাদের মনেও আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর