1. admin@banglarkagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দিনাজপুরে সাবেক এমপির বিরুদ্ধে মামলা: নিহতের আত্মীয়-স্বজন মামলার বাদীকে চিনে না

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

দিনাজপুরে তিন বছর আগে এক অনুষ্ঠানে রশিদুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়। ওই ঘটনায় সম্প্রতি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মামলায় আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে। ইতি মধ্যে পুলিশ ৬ জনকে গ্রেপ্তারও করেছে।

২৫ অক্টোবর নিহত ব্যক্তির মামা পরিচয় দিয়ে বিরামপুর থানায় মামলাটি করেন বিপ্লব আলম (৪৭)। স্থানীয়ভাবে তিনি বিলু নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা মামলার বাদী বিপ্লব আলমকে চেনেন না। মামলা করার বিষয়েও তাঁদের জানানো হয়নি। ‘মামলার বাদী বিপ্লব আলম ওরফে বিলু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করেছেন। রশিদুলের হৃদ্‌রোগ ছিল এবং তিনি মানসিক রোগী ছিলেন। ২০২২ সালের ৫ জানুয়ারি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রশিদুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর