1. admin@banglarkagoj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির মামলায় গুলশান থানার তৎকালীন ওসি রিমান্ডে ঢাকার মোহাম্মদপুরে মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে গুলি তৃর্নমূল বিএনপি নেতা শমসের মবিন চৌধূরী আটক অগ্নিকন্যা মতিয়া চৌধূরীর জানাজা সম্পূর্ণ ঐতিহাসিক ৭ই মার্চসহ বিভিন্ন জাতীয় দিবস সমূহ বাতিলের সিদ্ধান্ত পূঁজার ছুটি শেষে আজ সোমবার অফিস-আদালত খুলছে লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ রাজধানী ঢাকায় আলোচিত রেণু হত্যা মামলার রায় ঘোষণা আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন ২৩ বিচারপতি শপথ নিবেন ঝিকরগাছা সদর হাসপাতালের ডাক্তাররা নিয়ম নীতির তোয়াক্কা করেন না :রোগিরা হয় ভোগান্তির স্বিকার,

ঢাকা ইপিজেড এখন বিএনপি’র ৩ নেতার দখলবাজিতে অশান্ত

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আশুলিয়ার ঢাকা ইপিজেড এখন বিএনপির ৩ নেতার দখল বাজিতে অশান্ত। আওয়ামী লীগ সরকার পতনের পর আশুলিয়ার ইপিজেডে ব্যবসা নিয়ে চলছে দখল পাল্টা দখল ও নৈরাজ্য। সাভার আশুলিয়ায় বিএনপির তিন গ্রুপ এই ইপিজেড কেন্দ্রিক ঝুট ব্যবসার দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয়। এসুযোগে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা,তাদের নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ইপিজেড এলাকার সকল ফ্যাক্টরি দখলের চেষ্টা করছে। দখল ও পাল্টা দখল করতে গিয়ে ইপিজেডের ভিতরে মাঝে মাধ্যেই বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এতে করে ইপিজেড সহ শিল্পাঞ্চল আশুলিয়া অশান্ত হয়ে উঠছে । দখল বাণিজ্যের এরকম অপকর্ম করতে গিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামও ব্যবহার করতে শুনা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে ৫ আগস্ট /২৪,পট পরিবর্তনের পর অনুসন্ধানে দেখা যায় ঢাকা ইপিজেডের ঝুট ব্যবসা দখলে নিতে বিভিন্ন ফ্যাক্টরিতে যাচ্ছে সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দীন বাবুর গ্রুপ, বিএনপি নেতা ও ধামসোনার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর গ্রুপ ও যুবদল নেতা আইয়ুব খানের গ্রুপ। তাদের এক গ্রুপ আরেক গ্রুপকে হঠাতে যে কোন ফ্যাক্টরি থেকে মালবাহী গাড়ী বাহির হতে চাইলে গাড়ী আটকে দিচ্ছে। এ নিয়ে নিজেদের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ২৯ আগস্ট বিএনপি নেতা গফুরের ছোট ভাই ব্যারিস্টার মনিরের নেতৃত্বে ইপিজেডের হোপলং কারখানা দখলে নিতে প্রায় ২০/২৫ জনের একটি গ্রুপ সেখানে যায়। এ খবর পেয়ে জাহাঙ্গীর মণ্ডলের নেতৃত্বে সেখানে ছুটে যায় বিএনপির বাবু বাহিনীর লোকজন। তখন ইপিজেটের গেটে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে চেয়ারম্যান গফুর বাহিনীর লোকজন আহত হয়ে পিছু হটে। কিন্তু প্রতিশোধ নিতে পরদিন স্থানীয় বলিভদ্র বাজারে গিয়ে জাহাঙ্গীর মণ্ডলের মার্কেটে হামলা ও তালপট্টি গ্রামে গিয়ে জাহাঙ্গীরের বাড়ি ও অফিস ভাঙচুর করে গফুর বাহিনীর লোকজন। শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে এর আগেও ঝামেলা হতো কিন্তু এবার ছাত্র জনতার আন্দোলনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরপর থেকেই যেন বিএনপি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে সাভার আশুলিয়ায় বিএনপির একাধিক গ্রুপ আত্মপ্রকাশ করেছে। অভিযোগ উঠেছে, ইপিজেডে দখলবাজি ও অস্থিরতায় এগিয়ে আছেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দীন বাবু। তার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ব্যক্তিগত সহকারী শরিফুল। শরিফুলের নেতৃত্বে প্রায় শতাধিক লোক সালাউদ্দিন বাবুর বাহিনীতে কাজ করে। তাদের মধ্যে অন্যতম মেহেদি হানিফ, জাহাঙ্গীর মণ্ডল শাহিনুর রহমান শাহিন,মামুন ও রনি অন্যতম। অপরদিকে গফুর চেয়ারম্যানের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে তার ছোট ভাই মনির ও তার ভগ্নিপতি মিজান। পার্শ্ববর্তী অনেকেই জানিয়েছে মিজানের নেতৃত্বে ক্যাডার হিসেবে কাজ করে আলিম, সমির, ফারুক, সোহরাব, মাহবুব, শিমুল ও রুবেলসহ আরো অর্ধশত যুবক। সাভার আশুলিয়ায় বিএনপি’র যুবদলের আইয়ুব খান ইতিমধ্যেই ইপিজেডে প্রায় আটটি কারখানার দখল নিয়েছেন। তার বাহিনীর নেতৃত্ব দেন তার বিশ্বস্ত হাতকাটা টিপু। যুবদল নেতা আইয়ুবের বাহিনীর অন্যদের মধ্যে রয়েছে সাগর, তানিম, মিন্টু, লিটন, সাগর, পারভেজ, কামালসহ কমপক্ষে আরো ৪০ জন। ইতিমধ্যেই তারা সাসা, সিকেডিএল, তালিসমা, প্যাডক্স, পেক্সার, হোপলং, ওয়াইকেকে ও শান্তার বিভিন্ন ঝুট ব্যবসা দখল করেছেন। আরো বেশ কয়েকটি কারখানায় ব্যবসা করতে প্রভাব বিস্তার করেছে বলে ভুক্তভোগী কারখানার মালিক প্রতিনিধিরা জানিয়েছেন। ভুক্তভোগীরা আরো জানিয়েছে বিএনপি ক্ষমতায় না আসতেই যে প্রভাব বিস্তার করছে এতে যে কোন মুহূর্তে বড় ধরনের কোন ক্ষতি হয়ে যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর