1. admin@banglarkagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঝিকরগাছায় কিশোর গ্যাংয়ের হামলায় ১ শিক্ষার্থী আহত :গ্রেফতার ২

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

এনামুল হক জুয়েল: যশোরের ঝিকরগাছায় কিশোর গ্যাংয়ের হামলায় বিএম হাই স্কুলের নবম শ্রেণীর ১ শিক্ষার্থী আহত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএম স্কুলে টিফিন সময়ে ঐ স্কুলে পড়ুয়া ছাত্র আরাফাত বন্ধুদের সাথে খেলার মাঠে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং এর সদস্যরা তাদের হাতে থাকা রড ও জিআই পাইপ দিয়ে শিক্ষার্থী আরাফাতের উপর আতর্কিত হামলা করে। এসময় আহত শিক্ষার্থীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে। তখন দুস্কৃতকারীরা তাদের উপরও চড়াও হয়। পরে স্কুলের বেশ কিছু শিক্ষার্থী হামলাকারী কিশোর গ্যাং রাতুল ও হাসানকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ হামলা কারী দের থানা হেফাজতে নিয়ে নেয়। এবিষয়ে আহত শিক্ষার্থীর বাবা মুসা মাহমুদ মিলন বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন। স্কুল শিক্ষার্থীর উপর এমন হামলার বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইব্রাহিম আলী বাংলার কাগজকে বলেন,থানায় মামলা রজুর পর গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবারেই আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর