মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা পদ্ধতি বাতিলের দাবীতে ভিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কোটা পদ্ধতির বিষয়ে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাবি গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা নিয়ে আন্দোলনকারীরা নীলক্ষেত, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহাদাত মরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শাহবাগসহ আশেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা সড়ক অবরোধ করার পর বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের রাস্তা থেকে সরে যায়। পরে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।