ছাগল কান্ডের সেই রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান কীভাবে এত সম্পদের মালিক,তার প্রভাবের উৎস কী? এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা। অনুসন্ধানে জানা গেছে,কয়েকজন প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি এই বিত্তবৈভবের মালিক হয়েছেন। গতকাল রবিবার রাজস্ব বিভাগ থেকে ওএসডি করা হয়েছে মতিউর রহমানকে। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তথ্য নিয়ে জানা গেছে, মতিউরের বাবা রাজাকার ছিলেন, তার প্রথম স্ত্রীর বাবাও
ছিলেন রাজাকার। অথচ তিনি এখন আওয়ামী লীগের হয়ে নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। আবার যে প্রভাবশালী তাকে প্রশ্রয়ে দিয়েছেন, তাদের এক জনের বাবাও রাজাকার। অথচ এরা সবাই এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। প্রশাসনে এমন ছদ্মবেশীদের খুঁজে বের করে তাদের বিচারের মূখোমূখী করার দাবী তোলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।