পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি জেল থেকেই এই আবেদন করেছেন বলে জানিয়েছে তার দল পিটিআই। খবর আলজাজিরার।
এক বার্তায় পিটিআই জানিয়েছে,ইমরান খান পিটিআই লন্ডনের মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারির মাধ্যমে এই আবেদনপত্রটি জমা দিয়েছেন। আবেদনটি এখন যাচাই-বাছাই করা হবে। এটি একটি প্রতীকী পদ। তবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এতদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করে আসছিলেন হংকংয়ের শেষ ব্রিটিশ গভর্নর ক্রিস প্যাটেন। তিনি গত ফেব্রুয়ারিতে চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এই পদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেন।