এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সম্মেলনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে। আগামী ৪ এপ্রিল ব্যাংককে তাদের দেখা হওয়ার কথা রয়েছে। জোটটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুই দেশের এ শীর্ষ নেতার দেখা হলেও তারা একান্তে কোনো সাইডলাইন বৈঠক করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
গতকাল মঙ্গলবার ঢাকায় বিমসটেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান।