আশুলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম, দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন।
আশুলিয়ার বাইপাইল চারাল পাড়া এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়ে থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ মুন্সীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে আশুলিয়া থানা শ্রমিক লীগ।
বুধবার (২৬ জুন) বেলা ১২টায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সোহাগ মুন্সির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন দেওয়ান ও আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ বাদশা। আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষ করে দলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, পাথালিয়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আবির হোসেন, পাথালিয়া ইউনিয়ন এর সভাপতি ফাহাদ হোসেন , ধামসোনা ইউনিয়ন সভাপতি মোফাজ্জল হোসেন, থানা কমিটির সহ-সভাপতি বশির খান সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।