স্টাফ রিপোর্টার :আশুলিয়ায় বড় ভাই ও আপন চাচাদের সম্পত্তি দখল ও আত্মসাৎতের চেষ্টা করছে স্বামী স্ত্রীর এক দুষ্ট চক্র। আশুলিয়ার দক্ষিণ গাজিরচটে এ দুষ্ট চক্রের সদস্য মৃত ইমান আলীর ছেলে যুবরাজ ও তার স্ত্রী রোজি বেগম। দীর্ঘদিন ধরে এই দুষ্ট চক্রটি বিভিন্ন ভাবে কলা কৌশল ও ষঢ়যন্ত্র করে চাচাদের বাড়ি ঘর ভোগদখল কর খাচ্ছে। দুষ্ট চক্রটি ( অন্যের সম্পদ আত্মসাৎ কারী) নিজেদের আপন চাচা মৃত নূরুল ইসলাস ও মৃত সোবহান সরকারের নামে থাকা সাভারের আশুলিয়া বাইপাইল মৌজাস্থ বিআরএস ২১৬০৯ দাগের সম্পত্তির কিছু আংশ ষঢ়যন্ত্র ও জোর, যবর দখল করতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। ঘটনা সূত্রে দেখা যায় বাইপাইল মৌজার ঐ দাগে ৩৬ শতাংশ ভূমি। সেখানে চাচা নুরুল ইসলাম ও ভাতিজা যুবরাজ দলিলে ১৩ শতাংশ ভুমির মালিক। অপর দলিলে তার ২ ভাই ও এক চাচা ২০ শতাংশ জমির মালিক। ১ দলিলে যুবরাজ ও আপন চাচা নূরুল ইসলাম মালিক হওয়াতে ওই চাচার বাড়ি ঘর জোর করে দখল করে ভাড়া দিয়ে খাচ্ছে। ওই একই দাগে দুষ্ট চক্রের চাচা সোবহান ও তার ২ ভাই কবির ও ইফতেখারের নিজ নিজ বাড়ি থাকায় সেখানে সুবিধা নিতে পারছে না। তাই বলে তাদের ষঢ়যন্ত্র কিন্তুু থেমে নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে ভোগত ভূগী কবির বলেন বড় ভাই এবং চাচাদের নামের জমি দখল করতে তাদের নামে থানা এবং আদালতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একাধিক অভিযোগ দিচ্ছে। ভূমি আত্মসাৎকারী যুবরাজের এক বড় ভাই সংবাদকর্মী ( সাংবাদিক) তার সম্পত্তি ও জবর দখল করতে তাকে ও তার স্ত্রী পুত্রকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে হুমকি দাতার ভাই সাংবাদিক আশুলিয়া থানায় ভবিষৎতের জন্য ডাইরি করে রেখেছেন বলে জানা যায়। গত কাল ২৬ ( এপ্রিল) শনিবার তাদের সম্পত্তি নিয়ে সামাজিক ভাবে এলাকার মুরুব্বিরা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসানাতের সভাপতিত্বে আলোচনায় বসলেও দুুষ্ট চক্রের স্বমী স্ত্রী যুবরাজ ও রোজি বেগম আলোচনায় হাজির না হয়ে মুরুব্বিদের সম্মান ক্ষুন্ন করেছে বলে অনেকে মনে করেন। এদিকে অন্যের সম্পদ ভোগ দখল করতে থেমে নেই ষঢ়যন্ত্র কারীদের দৌড় যাপ। একবার থানা আর একবার আদালত এমন কি হামলা মামলা করে হলেও দুষ্ট চক্র তাদের শান্তি প্রিয় চাচা ও বড় ভাইদের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে।