আশুলিয়ায় নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেন মো: নুরুল ইসলাম সরকার। সোমবার (১৮ নভেম্বর) রাতে আশুলিয়ার কাঠগড়া সিকদারবাগ জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব মীর মো : কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থত ছিলেন টংগা বাড়ি এলাকার কৃতি সন্তান সালাম সরকারের ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বড় ভাই বিএনপি নেতা ও শিল্পপতি সালাম সরকার ছিলেন আশুলিয়ার এক স্বপ্ন পুরুষ। ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে ছিল তার নিবির সম্পর্ক। সালাম সরকারের অকাল মৃত্যুতে তার যে স্বপ্ন পুরণ হয়নি। ছোট ভাই নুরু সরকার তার বড় ভাইয়ের ইচ্ছাকে পূর্ণ করতে আগামী নির্বাচনে আশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। সেই সাথে এলাকার উন্নয়ন ও জনগনের আশাকে বাস্তবায়ন করতে মাহফিলের প্রধান অতিথি নুরু সরকার নিজেকে আশুলিয়ায় আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে সকলকে জানিয়ে দেন। এসময় তিনি সিকদারবাগ মসজিদের উন্নয়ন কাজে ২ লক্ষ টাকা ও মাদ্রাসা উন্নয়নে নগত আরো ১ লক্ষ টাকা অনুদান দেন। এসময় ওয়াজ মাহফিলে তার সাথে ছিলেন অনুষ্ঠানের পরিচালক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মো: মোকতার হোসেন ও স্থানীয় নয়াপাড়া এলাকার ব্যবসায়ী হাজী মো: নরুল ইসলাম সহ গণ্যমান্য আরো অনেক মুরুব্বিয়ান।
সম্পাদক ও প্রকাশক : ইফতেখার আলম
অফিস: হাউজ নং: ৩৩, রোড- বি ব্লক,দক্ষিন গাজিরচট, আশুলিয়া , সাভার - ঢাকা।