1. admin@banglarkagoj.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ছাটাই ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বাংলার কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

ইফতেখার জাহাঙ্গীর:গার্মেন্টসে বে-আইনী শ্রমিক ছাটাই ও নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিকাল ৪ টায় এ মানববন্ধন করা হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া শাখার সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: কবির হোসেন আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক আ: হালিম খান সহ-সভাপতি শাহ আলম যুব সম্পাদক সালেক মিয়া নারী সম্পাদক মল্লিকা জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সারোয়ার ও আল কামরান সহ আরো অনেক নেত্রীবৃন্দ। মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানে বক্তারা বলেন আশির দশকে দেশে হাতে গুনা কয়েকটি গার্মেন্টস দিয়ে এ শিল্প শুরু হলেও এখন আমাদের রপ্তানির প্রায় ৮৪ শতাংশ আয় হয় এ শিল্প থেকে। অথচ ইদানিং শিল্প মালিকদের স্বেচ্ছাচারিতায় আশুলিয়ার গিলডান বিডি লি: এর দক্ষ এবং উৎপাদনে সক্ষম গার্মেন্টস শ্রমিকদের বে আইনি ভাবে,নির্যাতন ও ছাটাই করা হচ্ছে। যে কারনে এ শিল্পে রপ্তানিতে আয় কমে গেছে। যা আমাদের জাতীয় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তাই দ্রুত সমেয়র মধ্যে গিলডান বিডি লি: সহ সকল শিল্প কারখানার খারাপ মালিকদের চিহ্নিত করে তাদের যথা যথ শাস্তির আওতায় আনতে দেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর