এক যুগ ধরে বন্ধ থাকা আবাসিকে আবার বৈধ গ্যাস সংযোগ চালু হতে পারে। একইসঙ্গে চুলা বা বার্নার বর্ধিতকরণের বিষয়টি অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। ইতি মধ্যে তিতাস গ্যাস কোম্পানির মাধ্যমে পেট্রোবাংলা হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে এমন প্রস্তাব এসেছে। এখন বিষয়টি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সরকার পরিবর্তনের পর একটি সূত্র জানায়, প্রায় এক যুগ ধরে বৈধভাবে আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। কয়েকটি এলপিজি (বোতলজাত গ্যাসের সিলিন্ডার) ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ দিন বৈধ সংযোগ বন্ধ থাকার কারণে গ্যাসের অবৈধ ব্যবহার বাড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছে। নতুন করে বৈধ ভাবে আবাসিক গ্যাস সংযোগ দিলে সরকার তার রাজস্ব ফিরে পাবে। এমন ধারণা থেকে আবাসিকে বৈধ ভাবে গ্যাস সংযোগ শুরু হতে পারে।