বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদিতে ঢাকায় পৌছিয়েছেন আশুলিয়া থানা তাঁতীলীগ। রবিবার (২৩ জুন) দুপুরে আশুলিয়া থানা তাঁতীলীগের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দিয়েছেন। আশুলিয়া থানা তাঁতীলীগের সভাপতি জাবেদ নিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফ মৃধাসহ দলের নেতা কর্মীরা জনসভায় যোগ দিয়েছেন। ঢাকা ১৯ এর এমপি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আশুলিয়া থানা তাঁতীলীগের নেতৃবৃন্দও আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার প্রচীনতম ও ঐতিহ্যবাহি এক রাজনৈতিক দল। ১৯৪৯ সালে ২৩ জুন প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের আজ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলিয় প্রধান সহ সিনিয়র নেতৃবৃন্দ এই সভায় বক্তব্য রাখেন। আশুলিয়া থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা তাঁতীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং দলের সাংগঠনিক সম্পাদক মো: আয়নাল হক ও দপ্তর সম্পাদক মো: আনোয়ার আলীসহ আরো অনেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এ জনসভায় যোগ দিয়েছেন।